জাতীয়শিক্ষাঙ্গন

আজ ঢাবি ‘ক’ ইউনিটের ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ (২০ অক্টোবর)। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম।

মাহমুদ আলম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের অনুষ্ঠিত পরীক্ষার ফল আমরা রবিবার প্রকাশ করব। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের উপস্থিতিতে দুপুর ১টা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একইসঙ্গে ‘চ’ ইউনিটের ফল প্রকাশেরও কথা রয়েছে।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে লগইন করে ফল জানতে পারবেন। এছাড়া মোবাইলে ম্যাসেজের মাধ্যমে শিক্ষার্থীরা এই ফল জানতে পারবেন।

প্রসঙ্গত, ২০১৯-২০ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটে ১ হাজার ৭৯৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ৮৮ হাজার ৯৭০ জন। গেল ২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুধু এমসিকিউ পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের লিখিত খাতা মূল্যায়ন করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button