বরিশাল বিভাগসারাদেশ
করোনা মোকাবেলায় সাংবাদিকদের সাথে এনজিও ফ্রেন্ডশীপ’র মতবিনিময়

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপকূলীয় এলাকার যোগাযোগ সুবিধা বঞ্চিত দুর্গম এলাকায় করোনা পরিস্থিতি মোকাবেলায় গনমাধ্যম কর্মীদের অবদান ও করনীয় নিয়ে স্থানীয় গনমাধ্যম কর্মীদের সাথে এনজিও ফ্রেন্ডশিপ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল চারটায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো: হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সম্পাদক এসএম মোশারেফ হোসেন’র সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন এনজিও ফ্রেন্ডশীপ’র প্রকল্প কর্মকর্তা ডা. আব্দুল্লাহ ইনাম। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক শামসুল আলম, জীবন কুমার মন্ডল, নেছার উদ্দীন আহমেদ টিপু, মো: গোফরান বিশ্বাস পলাশ, শরিফুল হক, এনামুল হক, ফ্রেন্ডশীপ এর প্রকল্প সমন্বয়কারী সাইদুর রহমান প্রমূখ।
সভায় কলাপাড়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধি সহ ফ্রেন্ডশীপ’র স্বাস্থ্য সেবায় নিয়োজিত কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।