বরিশাল বিভাগসারাদেশ
কলাপাড়ায় অস্ত্র ও ডাকাতি মামলার আসামী গ্রেফতার

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচটি ডাকাতিসহ একটি অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সামসুল আলমকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। শনিবার মধ্যরাতে উপজেলার মহিপুর থানার নিজামপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। সামসুল আলম মহিপুর ইউনিয়নের নিজামপুর গ্রামের আমজে চৌকিদারের ছেলে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মো. আবুল খায়ের বলেন, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিল। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।