বরিশাল বিভাগসারাদেশ
কলাপাড়ায় ধর্ষণসহ ১৫ মামলার আসামী জঙ্গলী শাহআলম গ্রেফতার

কলাপাড়া (পটুয়াখালী)
প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ধর্ষন, ডাকাতিসহ ১৫ মামলার আসামী জঙ্গলী শাহআলমকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার
রাত ১১ টার দিকে উপজেলার কুয়াকাটার লেম্বুর বন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শাহআলমকে ধরতে একাধিকবার অভিযান
চালিয়ে ব্যর্থ হয় পুলিশ। শাহআলম উপজেলার লতাচাপলী ইউনিয়নের পশ্চিম খাজুরা গ্রামের মৃত লেহাজ উদ্দিনের ছেলে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ধর্ষণ ডাকাতি গরু চুরি সহ অন্তত ১৫ টি মামলা রয়েছে শাহআলমের বিরুদ্ধে। মূলত এই ব্যক্তি জঙ্গলে লুকিয়ে বসবাস করতো। গতকাল রাতে জঙ্গলের মধ্য থেকেই শাহআলমকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।