বরিশাল বিভাগসারাদেশ

কলাপাড়ায় লকডাউন অমান্য করায় ২৫ জনকে অর্থদন্ড

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:  পটুয়াখালীর কলাপাড়ায় লকডাউন অমান্য করার ২৫ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় করোনা সংক্রমন প্রতিরোধ আইনের তাদেরকে মোট ২৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। শনিবার সকাল ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কলাপাড়া পৌরশহর সহ উপজেলার আলীপুর ও মহিপুর এলাকায় পথচারী ও ব্যবসায়ীদের এ জরিমানা করা হয় । ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জগৎবন্ধু মন্ডল । এসময় সেনাসদস্য ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল বলেন, কঠোর লকডাউনের মধ্যে লোকজন আইন অমান্য করায় এ অর্থদন্ড দেয়া হয়েছে। তিনি আরও বলেন, এতো কঠোরতা সত্বেও মানুষ ঘরে থাকতে চায়না। লকডাউনের এই কয়দিন সকলকে বাড়িতে থাকার অনুরোধ করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো.শহীদুল হক জানান, উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতার সাথে চেষ্টা করছে মানুষকে ঘরে রাখার। উপজেলার সকল বাজার, খেয়া, এবং মসজিদের ইমামদের সতর্ক করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button