রাজশাহী বিভাগসারাদেশ

কল করলে ১০ মিনিটেই পৌঁছে যাবে অক্সিজেন

নাটোর প্রতিনিধি: নাটোরে করোনা রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছে নাটোর জেলা পুলিশ। ফোন করলেই ১০ মিনিটের মধ্যে করোনা রোগীদের ঘরে অক্সিজেন পৌঁছে দেবে পুলিশ । নাটোর পৌরসভার মধ্যে ০১৩২০-১২৪৫০৩ নম্বরে ফোন করলেই মাত্র ১০ মিনিটের মধ্যে করোনা আক্রান্তসহ শ্বাসকষ্টের রোগীদের বাড়িতে পৌঁছে যাবে অক্সিজেন সেবা।
এছাড়া জেলার যে কোনো স্থানে অক্সিজেন চাইলে ২টি অ্যাম্বুলেন্স ও পিকআপের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। মঙ্গলবার (২২ জুন) দুপুরে জেলা পুলিশের এই বিশেষ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে নাটোর পুলিশ লাইন ড্রিল শেডে নাটোরের পুলিশ সুপার লিঠন কুমার সাহার সভাপতিত্বে আয়োজিত অক্সিজেন ব্যাংক উদেআধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন । এসময় আরো বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের এডিশনাল ডিআইজি জয়দেব কুমার ভদ্র , নাটোরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টগেশনের (পিবিআই )পুলিশ সুপার শরিফ উদ্দিন , পৌর মেয়র উমা চৌধুরী জলি, প্রাণ এগ্রা লিঃ নাটোর কারখানার জিএম হযরত আলী।পুলিশ সুপার জানান, প্রাণ এগ্রো লিমিটেড, পাকিজা গ্র“প ও নাটোর পৌর সবার মেয়র উমা চৌধুরী জলির সহায়তায় এই অক্সিজেন ব্যাংক চালু করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button