ময়মনসিংহ বিভাগসারাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে তিন কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কিশোরগঞ্জ র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানাধীন চরকাউনিয়া গ্রামে অভিযানে  মধ্যের বাজার এলাকা হতে তিন কেজি গা্জাঁ‘সহ এক মাদক ব্যবসায়ীকে  আটক করেছে।
সোমবার (৯নভেম্বর) সকালে ১০টা ৩০মিনিটে জেলার কটিয়াদী থানাধীন চরকাউনিয়া মধ্যের বাজার এলাকা থেকে ভৈরব পৌরসভার বাসিন্দা মৃত আব্দুল রউফের ছেলে মোঃ ইউনুছ মিয়াকে(৫০),তিন কেজি গাঁজা‘সহ গ্রেফতার করে র‌্যাব-১৪এর চৌকস দল।
 র‌্যাব-১৪ এর উপ-পরিচালক লেঃ কমান্ডার এম শোভন খান বিএন জানান র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে
জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি/খুচরা বিক্রয় করে আসছে।
উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ীর উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।
র‌্যাব-১৪ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button