বিনোদন

পাল্টে গেছেন প্রিয়াঙ্কা

কিছুতেই এখন আর কাজের চাপ নিতে চাইছেন না বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নায়িকা জানান, ‘এই মুহূর্তে আমি এমন একটা জায়গায় রয়েছি, যেখান থেকে সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে যে, কোন ছবিটা করব আর কোনটা করব না। তাই আর কোনো রকম কাজের চাপ নিতে চাই না।’

কয়েকদিন আগে মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কার ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। কথা চলছে আরেকটি ছবি নিয়ে। সেই ব্যস্ততা ও কাজ প্রসঙ্গে এমন মন্তব্য করেন নায়িকা। বলেন, ‘বহু বছর আগে থেকে চাপ নিয়ে কাজ করছি। কিন্তু আর কোনো চাপ নিতে চাই না। সিদ্ধান্ত নিতে শিখে গেছি। যারা কাজের সুযোগ দেন, তাদের উপর এখন আর নির্ভর করি না।’

তিনি আরও জানান, ‘চার-পাঁচ বছর হল এই পরিবর্তনটা হয়েছে। শুনতে খারাপ লাগলেও বলতে বাধ্য হচ্ছি, যারা কাজের সুযোগ দেন তাদের উপর নায়িকাদের নির্ভর করতে হয়। এটাই বাস্তব। সে পরিস্থিতি থেকে আমি সরে আসতে পেরেছি। এই ব্যাপারটা আমাকে প্রযোজক হতে সাহায্য করেছে। আমি অনেক বেশি আত্মবিশ্বাসী হতে পেরেছি।’

২০০৩ সালে ‘দ্য হিরো: লাভ স্টোরি অফ আ স্পাই’ দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল প্রিয়াঙ্কার। তারপর ‘এয়েতরাজ’, ‘ডন’, ‘ফ্যাশন’, ‘সাত খুন মাফ’, ‘মুঝছে সাদি কারোগি’, ‘বরফি’, ‘গুন্ডে’, ‘মেরি কম’র মতো একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। অভিনয়ের সুবাদে ৩৭ বছর বয়সী প্রিয়াঙ্কা পৌঁছে গেছেন অন্য এক উচ্চতায়।

তবে শুধু বলিউড নয়, হলিউডেও ঘাটি গেড়ে বসেছেন বলিউডের এই আন্তর্জাতিক তারকা। ‘বেওয়াচ’ ও ‘কোয়েন্টিকো’ ওয়েব সিরিজে কাজ করে হলিউডে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন দেশি গার্ল। এছাড়া ‘ভেন্টিলেটর’ ও ‘পানি’র মতো ছবি প্রযোজনা করে তিনি জিতে নিয়েছেন জাতীয় পুরস্কার।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button