জাতীয়লিড নিউজ

আধুনিক পদ্ধতিতে দেশিয় মাছ চাষের আহ্বান প্রধানমন্ত্রীর

উন্নত ও আধুনিক মাছ চাষ পদ্ধতি ব্যবহার করে দেশিয় প্রজাতির মাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষার জন্য জনগণকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী প্রথাগত মাছ চাষ পদ্ধতি থেকে উন্নত ও আধুনিক পদ্ধতি ব্যবহার করে দেশিয় প্রজাতির মাছকে রক্ষা করতে বলেছেন।’

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনের লেকে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০’ উদ্বোধনকালে এ আহ্বান জানান।

তিনি বলেন, দেশে প্রায় ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছ এবং আড়াই শতাধিক প্রজাতির মিঠা পানির মাছ রয়েছে। এছাড়া চিংড়ি, কাঁকড়া, শামুকসহ অসংখ্য মৎস্য সম্পদের আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারে প্রচুর চাহিদা রয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button