সারাদেশ

অসহায় হিজড়াদের সাহায্যে এগিয়ে এলেন ফরিদপুর ভাঙ্গা থানা পুলিশ

ভাঙ্গা(ফরিদপুর): ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ করোনার কারনে ক্ষতিগ্রস্থ ,গৃহবন্দী মানবেতর জীবন-যাপন করা অসহায় হতদরিদ্র হিজড়াদের সাহায্যে এগিয়ে এসে দৃষ্টান্ত স্থাপন করলেন। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও আজ যখন জীবনের কোলাহল থেমে অর্থনৈতিক কর্মকান্ড থমকে গেছে তখন বেশীর ভাগ লোকই বিশেষ করে নি¤œ আয়ের লোকজন,হিজড়া জনগোষ্ঠী পড়েছে মহা বিপাক্।েকারন হিজড়ারা রাস্তা-ঘাট,পথচারী,বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান থেকে চেয়ে-চিন্তে,হাত পেতে জীবন ধারন করে থাক্।েবর্তমানে তারা ঘর থেকে বের হতে না পেরে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অভাবে মানবেতরভাবে কোন রকমে দিন অতিবাহিত করছে। বিষয়টি নজরে আসলে মানবতার ডাকে সাড়া দিয়ে ভাঙ্গা থানার আশপাশে বসবাস করা ১০ জন হিজড়াদের (তৃতীয় লিঙ্গ) কষ্ট লাঘবে তাদের সাহায্যে এগিয়ে এলেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শাফিকুর রহমান। তিনি তার ব্যাক্তিগত উদ্যোগে হিজড়াদের খাদ্যসহ প্রয়োজনীয় সামগ্রীর যোগানের ব্যবস্থা করে তাদের পুরো দায়িত্ব নিয়ে মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করলেন। গতকাল শুক্রবার বিকেলে সামাজিক দুরত্ব বজায় রেখে ভাঙ্গা থানা চত্বরে অসহায় ১০ জন হিজড়াদের মাঝে খাদ্যসামগ্রীগুলো বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম,থানার সেকেন্ড অফিসার এস.আই শফিকুল ইসলাম,এস.আই আবুল কালাম আজাদ সহ থানার কর্মকর্তারা। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম বলেন,পুলিশ এখন অধিক মানবিকতার স্বাক্ষর রেখেছে। প্রতিটি মানুষ যখন বিপদগ্রস্থ্যও অসহায় হয়ে পড়েছে,তখন পুলিশ বাহিনী প্রতিটি মানুষের পাশে রয়েছে। শুধু এ সহায়তাই নয় প্রতিটি কর্মকান্ডে পুলিশের সদস্যরা জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে। করোনা ভাইরাসের কারনে মানুষকে ঘরে রাখার জন্য জীবনের মায়া ত্যাগ করে পুলিশের প্রতিটি সদস্য আজ নিবেদিত প্রান। পুলিশের পাশাপাশি প্রত্যেকেরই উচিৎ এ দুর্যোগে অসহায়দের পাশে দাড়ানো।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button