সারাদেশ

ধুনটে ৩৫টি মন্ডপে অনুষ্ঠিত হবে দূর্গা পূজা

জিল্লুর রহমান, ধুনট (বগুড়া) প্রতিনিধি. বগুড়ার ধুনটে হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা ৩৫টি মন্ডপে অনুষ্ঠিত হবে। শেষ মূর্হুতে প্রতিটি মন্ডপে মন্ডপে চলছে রং তুলির কাজ। চলতি বছরে উপজেলার পৌর এলাকায় ৫টি, ধুনট সদর ইউনিয়নে ৩টি, এলাঙ্গী ইউনিয়নে ৫টি কালেরপাড়া ইউনিয়নে ৪টি, গোসাইবাড়ী ইউনিয়নে ৫টি, চৌকিবাড়ী ইউনিয়নে ৩টি, চিকাশী ইউনিয়নে ১টি, গোপালনগর ইউনিয়নে ৪টি ও মথুরাপুর ইউনিয়নের ৩টি মন্ডপে অনুষ্ঠিত হবে দূর্গা পূজা।

ধুনট পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার ঘোষ জানান, প্রতিটি পূজা মন্ডপের প্রস্তুতি শেষ। আগামি ৪ অক্টোবর থেকে পূজা শুরু হয়ে ৮ অক্টোবর বিজয়া দশমীর মধ্যে দিয়ে শেষ হবে।

ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, শারদীয় দূর্গা পূজায় নিরাপত্তা দিতে আইন শৃংখলা বাহিনী প্রস্তুত রয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button