খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস

আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের শিরোপা জিতেছে নেদারল্যান্ডস। গতকাল শনিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্যাট হাতে বেন কুপার ও বল হাতে ব্র্যান্ডন গোলাভারের নৈপুন্যে পাপুয়া নিউ গিনিকে (পিএনজি) সাত উইকেটে হারিয়ে বাছাই পর্ব চ্যাম্পিয়ন হয় নেদারল্যান্ডস।

নেদারল্যান্ডস ও পিএনজি উভয় দল আগেই  বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছিল। তবে বাছাই পর্বের শিরোপা নির্ধারনে অনুষ্ঠিত হয় ম্যাচটি। এ দুই দল ছাড়াও বাছাই পর্ব থেকে বিশ্বকাপ নিশ্চিত করা অপর চার দল হচ্ছে ওমান, স্কটল্যান্ড, নামিবিয়া ও আয়ারল্যান্ড।

২৪ রানে গ্লোভারের ৩ উইকেট শিকারে নির্ধারিত  ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২৮ রান করতে সক্ষম হয় পিএনজি। জবাবে ৩৩ বলে কুপারের ৪১ রানের সুবাদে তিন উইকেট হারিয়ে এক ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ডাচরা।

এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নামিবিয়াকে ২৭ রানে পরাজিত করে আয়ারল্যান্ড।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button