খুলনা বিভাগসারাদেশ

পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আরেক স্কুল ছাত্রীর আত্মহত্যা

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ এস.এস.সি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক স্কুল ছাত্রী আত্মহত্যার রেশ না কাটতেই ফরিদপুরের ভাঙ্গায় আরেক স্কুল ছাত্রী অকৃতকার্য হওয়ায় আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহত্যার ঘটনার শিকার ওই শিক্ষার্থীর নাম মিতু আক্তার (১৭)। সে চুমুরদী ইউনিয়নের পশ্চিম সদরদী গ্রামের ইউসুফ মাতুব্বরের মেয়ে ও রায়পাড়া সদরদী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী । সোমবার সন্ধ্যায় সে নিজ বাড়ীতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মত্যা করে। পারিবারিক সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থী ছিল। গণিত বিষয়ে অকৃতকার্য হওয়ায় চলতি বছর সে পূনরায় ঐ বিষয়ে পরীক্ষা দেয়। এ বছর ফলাফল প্রকাশিত হলে সে পূনরায় অকৃতকার্য হয়েছে দেখতে পেয়ে চরম মানষিক ভাবে ভেঙ্গে পড়ে। পরে হতাশাগ্রস্থ্য হয়ে সোমবার সন্ধ্যায় তার বাড়ীতে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। এক পর্যায়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পরিবার ও স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহসিন উদ্দিন ফকির বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুর রহমান বলেন,খবর পেয়ে তার মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়। ময়নাতদন্ত না করার আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য যে, গত রবিবার সামান্তা আক্তার নামে আরেক স্কুল শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহত্যা করে। গত দু.দিনে আত্মহত্যার ঘটনায় ২ স্কুল শিক্ষার্থীর মৃত্যুতে পরিবার.শিক্ষক,সহপাঠীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাহমুদুর রহমান(তুরান)

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button