খুলনা বিভাগসারাদেশ

নড়াইলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

নড়াইল:  স্থানীয় সাপ্তাহিক ‘নড়াইল কণ্ঠ’ পত্রিকার সম্পাদক কাজী হাফিজুর রহমানসহ পাঁচজনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সমাজের উদ্যোগে সোমবার (৪ এপ্রিল) দুপুরে নড়াইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ নাইমুর রহমান ফিরোজের সভাপতিত্বে বক্তব্য দেন-প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, সাংবাদিক মলয় কান্তি নন্দী, কাজী হাফিজুর রহমান, সাথী তালুকদার, সাইফুল ইসলাম তুহিন, রেজাউল করিম, কাজী আশরাফ, ওমর ফারুক তুষারসহ অনেকে।

বক্তারা বলেন, গত ১৭ ফেব্রুয়ারি শহরের রূপগঞ্জ বাজারের সার ডিলার হাসানুজ্জামান হাসানের কাছ থেকে সার কিনতে আসেন নড়াইল পৌরসভার উজিরপুর এলাকার কৃষক আলী মোহাম্মদ মন্ডল। এ সময় হাসানুজ্জামানের ম্যানেজার সার বিক্রির জন্য অতিরিক্ত টাকা দাবি করেন বলে অভিযোগ রয়েছে। নির্ধারিত দামের বাইরে অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করলে এক পর্যায়ে ম্যানেজারের সঙ্গে কৃষক আলী মোহাম্মদ মন্ডলের কথা কাটাকাটি হয়। পরে আলী মোহাম্মদ মন্ডলকে শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয়। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করায় স্থানীয় ‘নড়াইল কণ্ঠ’ পত্রিকার সম্পাদক কাজী হাফিজুর রহমান, কৃষক আলী মোহাম্মদ মন্ডল, কৃষক নেতা শাহেদ আলী শান্তসহ পাঁচজনের নামে গত ২৩ মার্চ খুলনা বিভাগীয় ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন সার ডিলার হাসানুজ্জামান হাসান। এ মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি করেন বক্তারা। অন্যথায় কঠোর কর্মসূচির কথা বলেন তারা।

এদিকে, সার নিয়ে কৃষক লাঞ্ছিতের ঘটনা তদন্তে আজ (৫ এপ্রিল) কৃষি মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিব নড়াইলে আসবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অপরদিকে, গত শনিবার (২ এপ্রিল) জেলা কৃষক লীগ, মৎস্যজীবী লীগ, হিউম্যান রাইটস ডিফেল্ডার্স ফোরাম, টিম তারুণ্য-১০০ এবং ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন এ মামলা প্রত্যাহারের দাবিতে নড়াইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button