রংপুর বিভাগসারাদেশ

সৈয়দপুরে সরকারি অর্থ সহায়তা প্রদান করলেন পৌর মেয়র রাফিকা

নীলফামারী জেলা প্রতিনিধি : চলমান করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলা ও ঈদ উপলক্ষে সরকারি অর্থ সহায়তা প্রদান করেছে নীলফামারীর সৈয়দপুর পৌরসভা।
রবিবার (৯ মে) মেয়র রাফিকা আক্তার জাহান একজন দু:স্থের হাতে অর্থ তুলে দিয়ে ওই কর্মসুচীর উদ্বোধন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভিজিএফ কর্মসুচীর আওতায় সরকারি নগদ অর্থ ২০ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা বরাদ্দ পেয়েছে সৈয়দপুর পৌরসভা। ওই টাকা ১৫ টি ওয়ার্ডের ৪ হাজার ৬শ’ ২১ জন অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে ৪৫০ টাকা হারে প্রদান করা হয়।
অর্থ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ শাহিন হোসেন, প্যানেল মেয়র-২ আবুল কাশেম সরকার দুলু, প্যানেল মেয়র-৩ সাবিয়া সূলতানা, কাউন্সিলর কাজি মনোয়ার হোসেন হায়দার, শাহিন আকতার শাহিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফরোজা ইয়াসমিন রুবিনা শাকিল, ইয়াসমিন পারভিন, জাহানারা বেগম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আইযুব আলীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button