বরিশাল বিভাগসারাদেশ

কলাপাড়ায় নদ-নদীর পানি বৃদ্ধি, নিন্মাঞ্চল প্লাবিত

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় অমাবশ্যার প্রভাবে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে । এতে পৌরশহর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে । ঘর-বাড়ীতে পানি ঢুকে পড়ায় প্রতিদিন দু’দফায়  অন্ততঃ ৩ থেকে ৪ ঘন্টা  উঁচু স্থানে অবস্থান করতে হয় নিন্মাঞ্চলের মানুষদের। অস্বাভাবিক ভাবে পানি বৃদ্ধি পাওয়ায় বেশি ক্ষতির শিকার হয়েছে বেড়িবাঁধের বাইরে বসবাসরত শতশত পরিবার। লোকসানের মুখে পরেছে মৎস্য ব্যবসায়ী সহ অন্যান্য ব্যবসায়ীরা।
জানা গেছে, আমবশ্যার প্রভাবে স্বাভাবিক জোয়ারের তুলনায় ৬ থেকে ৭ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় পৌরশহরের মাছ বাজার, সবজি বাজার সহ উপজেলার ওয়াপদা বেড়িবাঁধের
বাইরের অন্ততঃ দুই শতাধিক ঘর-বাড়ীতে পানি ঢুকে পড়ে। এতে অনেক পরিবারের দুপুরের উনুন পর্যন্ত জ্বলেনি। এতে ক্ষতিগ্রস্থ পরিবারের মানুষদের উঁচু স্থানে আশ্রয় নিতে দেখা গেছে । জলবায়ু পরিবর্তনগত কারনে নদীতে আগের তুলনায় বেশী পানি বৃদ্ধি পাচ্ছে বলে এলাকার অভিঞ্জমহল মনে করছেন।
এদিকে,পানি বৃদ্ধির কারনে দু’দিন ধরে পৌরশহরের সবজি এবং মাছ বিক্রেতারা তাদের নির্ধারিত স্থনে মাছ বিক্রি করতে না পারায় ওয়াপদা বেড়িবাঁধের ওপর তাদের মাছ ও সবজি বিক্রি করতে দেখা গেছে।
এছাড়া নদীর পানির সাথে বৃষ্টির পানি বৃদ্ধি পাওয়ায় গো-খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে।
এ ব্যাপারে স্থানীয় অভিজ্ঞ মহলের ধারনা, জলবায়ু পরিবর্তনেরর ফলে আবহাওয়ার পরিবর্তন হয়েছে । তাই নদীতে পানির স্তর
আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে ।
 উপজেলার লালুয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামের পানিবন্ধি মানসুরা বেগম বলেন, নদীতে পানি বাড়লে আমাদের খাওয়া ঘুম হারাম হইয়া যায় । এসময় আমাদের বিপদের কোন শেষ
থাকে না। কলাপাড়া পৌরশহরের প্রধান মাছ বাজারের মাছ বিক্রেতা মো.মিলন মিয়া বলেন, পানিতে থৈথৈ করায় কোন ক্রেতা নির্ধারিত বাজারে যেতে পারে না । তাই বেচা-বিক্রি অনেক কম। পৌরশহরের কাঁচাবাজারের ব্যবসায়ীরা সদর রোডের  উপরে তাদের দোকান সাজিয়েছে।
কলাপাড়া পৌরশহরের বেড়িবাঁধের বাইরে বসবাসরত জসিম উদ্দিন জানান, পানির বৃদ্ধি পেলে ঘরের ভিতর পানি ঢুকে পড়ে । এতে সকল আসবাবপত্র নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় মালামালসহ পরিবারের সদস্যদের নিয়ে অন্যত্র চলে যান। বিশেষ করে অমাবশ্যা কিংবা পূর্নিমার জোয়ারের সময়ই এসমস্যা প্রকট আকার ধারন করে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button