খেলা

স্মিথকে সকলে প্রতারক হিসাবেই মনে রাখবে: স্টিভ হার্মিসন

চলতি অ্যাশেজে স্টিভ স্মিথ আরো একবার দেখিয়েছেন তার ব্যাটের সামর্থ। বলতে গেলে তার ব্যাটে ভর করেই অস্ট্রেলিয়া সিরিজে এগিয়ে আছে। শেষ পাঁচ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ৬৭১ রান। ব্যাটিং গড় ১৩৪.২০।

রোববার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডকে ১৮৫ রানে হারিয়ে অস্ট্রেলিয়া সিরিজে ২-১ এগিয়ে গেছে। এই টেস্টে স্মিথে প্রথম ইনিংসে করেছেন ডাবল সেঞ্চুরি। আর দ্বিতীয় টেস্টে মাত্র ১৮ রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি।

তবে এত কিছুর পরও স্মিথের প্রশংসায় না গিয়ে উল্টো তাকে খোঁচাতে ছাড়েনি সাবেক ইংলিশ পেসার স্টিভ হার্মিসন। তার মতে স্মিথ বরাবরই একজন প্রতারক হিসাবেই থেকে যাবেন। টক স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে হার্মিসন বললেন, ‘আমার মনে হয় না, কেউ স্মিথকে ক্ষমা করতে পারবে। একবার যখন কেউ প্রতারক হিসাবে পরিচিত হয়ে যায়, তখন সেটাই তার বায়োডাটাতে লেখা থাকে। এবং সেটাই তাকে মৃত্যু পর্যন্ত বহন করতে হয়। স্মিথ যাই করুক না কেন, কিন্তু সকলে ওকে মনে রাখবে দক্ষিণ আফ্রিকার ঘটনার জন্য। এটা নিয়েই ওকে বেঁচে থাকতে হবে। আমার মনে হয় না, স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফটের ব্যাপারে কারোর দৃষ্টিভঙ্গিই বদলাবে না। ওরা খেলাটাতে কলুষিত করেছে।’

গত বছর মার্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে বল বিকৃত করে অভিযুক্ত হয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ, সহ-অধিনায়ক ওয়ার্নার ও বোলার ক্যামেরন ব্যানক্রফট। স্মিথ-ওয়ার্নারকে ক্রিকেট থেকে এক বছর নির্বাসিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। নয় মাসের নির্বাসনে যান ব্যানক্রফট। নির্বাসন কাটিয়েই অ্যাশেজে ফিরেছেন স্মিথ-ওয়ার্নার। ওই টেস্টে সিরিষ কাগজ দিয়ে বল ঘষে বিতর্কে জড়ান স্মিথরা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button