জাতীয়লিড নিউজ

দেশে নতুন করে ২ জন করোনা আক্রান্ত: স্বাস্থ্যমন্ত্রী

দেশে আরও ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শনিবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

এর আগে দেশে আরও তিনজন করোনা আক্রান্ত হলেও তারা সুস্থ হয়ে উঠেছেন। তারা তিনজনই ইতালি থেকে দেশে এসেছিলেন। নতুন আক্রান্তরাও বিদেশ থেকে আসা বলে জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, তারা দুজন আগেই দেশে আসেন। তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। শনিবার তাদের করোনা পরীক্ষা পজেটিভ পাওয়া যায়। তবে তাদের অবস্থা শঙ্কামুক্ত। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তবে তারা কোন দেশ থেকে এসেছেন তাৎক্ষণিক এ তথ্য তিনি জানাতে পারেননি।

এর আগে শনিবার দেশে নতুন করে কারো শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর।

শনিবার দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, নতুন করে কারো শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়নি। তবে সন্দেহ থাকায় দেশের বিভিন্ন হাসপাতালে নয় জনকে আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া চারজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button