আন্তর্জাতিক

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইয়াসিন, হাল ছাড়ছেন না মাহাথির

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে আজ রোববার সকালে রাজার কাছে শপথ নিয়েছেন মুহিউদ্দিন ইয়াসিন। অন্যদিকে মাহাথির মোহাম্মদের পাকাতান হারাপান জোটও মাহাথিরকে প্রধানমন্ত্রী করার লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। জরুরি সংসদীয় সভা ডাকতে যাচ্ছেন মাহাথির। বার্তা সংস্থা রয়টার্স ও মালয়েশিয়ার ইংরেজি সংবাদপত্র স্ট্রেইটস টাইমস এ খবর দিয়েছে।

আজ রোববার সকালে মুহিউদ্দিন ইয়াসিনের পক্ষের সংসদ সদস্য ও নেতৃবৃন্দ কুয়ালালামপুরে রাজপ্রাসাদে উপস্থিত হন। অন্যদিকে দেশটির ২২২ সদস্যের শক্তিশালী পার্লামেন্টে ১১৪ জন সংসদ সদস্য তাঁর পক্ষে রয়েছেন বলে রোববার সকালেও দাবি করেন মাহাথির মোহাম্মদ।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার সকালে মাহাথির জানিয়েছেন, তিনি পার্লামেন্টে জরুরি সভা ডাকতে যাচ্ছেন। তিনি বলেন, ‘আমরা একজনকে পেয়েছি, যার সংখ্যাগরিষ্ঠতা নেই। জরুরি সংসদীয় সভায় ভোট হলে এটি আবারও প্রমাণিত হবে, ১১৪ জন আমার সঙ্গে রয়েছেন।’ গতকাল শনিবার মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে মুহিউদ্দিন ইয়াসিনকে নিয়োগ দেন দেশটির রাজা আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ। আজ রোববার স্থানীয় সময় সকাল ১০টায় কুয়ালালামপুরে ইস্তানা নেগারা রাজপ্রাসাদে তাঁর শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুহিউদ্দিন ইয়াসিন মালয়েশিয়ান ইউনাইটেড ইনডিজেনাস পার্টির প্রধান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button