জাতীয়

করোনায় বিএসএমএমইউর অধ্যাপকের মৃত্যু

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক ডা. গাজী জহির হাসান। বিএসএমএমইউর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে মৃত্যু হয় তাঁর।

ডা. গাজী জহির হাসান বিএসএমএমইউর পেডিয়াট্রিক সার্জারি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

আবদুল্লাহ আল মামুন জানান, কয়েক দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হন ডা. গাজী জহির হাসান। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে তাঁর লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।

এদিকে, জহির হাসানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে এফডিএসআর। তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানায় তারা।

এফডিএসআর সূত্রে জানা যায়, এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ২৬ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ছাড়া সারা দেশে অন্তত এক হাজার ১০ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button