চট্টগ্রাম বিভাগসারাদেশ

চট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত ২২২ জন : শনাক্ত বেড়ে ৪৮১৫

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে ৮৭৪ জনের নমুনা পরীক্ষা করে আরও ২২২ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ১৬২ জন নগরের ও ৬০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। শনিবার (১৩ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২২৫ জনের নমুনা পরীক্ষায় নগরের ৪৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ২২ জন নগরেরর ও ২৩ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে শুক্রবার ১২৩ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম নগরের ১১ জনের করোনা মিলেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৮ জনের নমুনা পরীক্ষা করে বিভিন্ন উপজেলার ২৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪৪৮ জনের নমুনা পরীক্ষা করে ১৩৭ জনের করোনা মিলেছে; এর মধ্যে ১২৯ জন নগরের ও ৮ জন বিভিন্ন উপজেলার।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে শুক্রবার ২০ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে চট্টগ্রামের ৩ জনের করোনা পাওয়া গেছে।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৬০ জনের মধ্যে লোহাগাড়ায় ৩, সাতকানিয়ায় ১, চন্দনাইশে ২ পটিয়ায় ৭, বোয়ালখালীতে ১, রাউজানে ৫, ফটিকছড়িতে ৬, হাটহাজারীতে ২৫ ও সীতাকুণ্ডের ১০ আছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত ৪ হাজার ৮১৫ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ১০৪ জন। সুস্থ হয়েছেন ৩১১ জন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button