রাজশাহী বিভাগসারাদেশ
কোভিড-১৯ হিরো পদক ও সম্মাননা পেয়েছেন লায়ন এ্যাডভোকেট মকবুল হোসেন

করোনা মহামারি মোকাবেলায় বিভিন্ন ধরনের মানবতা সেবা প্রদান করায় কোভিড-১৯ হিরো পদক ও সম্মাননা পেয়েছেন টিএমএসএস’র কার্যকরী পরিষদের ভাইস চেয়ারম্যান লায়ন এ্যাডভোকেট মকবুল হোসেন।
ঢাকায় ইন্টার কন্টিনেন্টাল হোটেলে গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যারোমা দত্ত, ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। অনুষ্ঠানে সাংবাদিক, সমাজ সেবক, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবি আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস এই সম্মাননা প্রদান করে।