সারাদেশ

পুকুরের ভাঙ্গনের মুখে ব্রজপুর পশ্চিমপাড়া গ্রামের কয়েক পরিবার

 

আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাই উপজেলায় পুকুরের ভাঙ্গনের মুখে পড়েছে ব্রজপুর পশ্চিম পাড়ার কয়েকটি পরিবার ।আশংঙ্কা করছেন, দ্রূত প্রতিরোধ মুলক ব্যবস্থা না নিলে পুরো পাড়াটি পুকুরে বিলীন হয়ে যাবে। গত বুধবার দুপুরে সরেজমিনে ব্রজপুর পশ্চিম পাড়া গ্রামে দেখা গেছে,মৌজা ব্রজপুর জেল এল নং ৪৫, খতিয়ান নং ১ দাগ নং ১৯৬৬ রকম পুকুর পরিমান ০৭০ শতক চারি দিকে ২৫টি ঘর রয়েছে পাড় ভাঙতে ভাঙতে বেশির ভাগ ঘরের বারান্দার এক থেকে দুই হাতের মধ্যে চলে এসেছে পানিতে ধসে পড়েছে গাছ ও ঘর বাড়ি। ব্রজপুর পশ্চিম পাড়ার মামুনুর রশিদ সাংবাদিকদের বলেন, এই পুকুরটি সরকারী খাস পুকুর এই পুকুর সরকারী ভাবে লীজ প্রদান করা হয় । লীজ গ্রহিতা উপজেলার সিংসাড়া মৎস্য সমবায় সমিতি নামে লীজ গ্রহন করেন আব্দুস ছাত্তারের পুত্র আলম। লীজের শর্ত ভংঙ্গ করে আলম মিঞা দীর্ঘা গ্রামের জছিমুদ্দীন সরদারের পুত্র আব্দুল গফুরের নিকট প্রচুর অর্থের বিনিময়ে পুকুর টি সাব লীজ দেয়া হয়। সাব লীজ কারী নিজের ইচ্ছায় পুকুরের পাড় সংস্কার না করে মাছ চাষ করায় পুকুরের পাড়ের ব্যাপক ভাঙন শুরু হয় । এখন ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে । এই পুকুরের চারি পার্শে কয়েক শত লোক বসবাস করেন। আহশানগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আক্কাছ আলী বলেন, পুকুরের ভাঙন ঠেকাতে দ্রূত প্রকল্প হাতে নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে অনুরোধ করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট ইউনিয়ন ভ’মি কর্মকর্তাকে পরিদর্শন করে দ্রূত অবহিত করতে নির্দ্দেন দেন। ইউনিয়ন ভ’মি কর্মকর্তা ও উপজেলা ভ’মি অফিসের সার্ভেয়ার ঘটনার স্থল পরিদর্শন করেছেন। তিনি আশা করেন, খুব দ্রূত সময়ে পুকুরের ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ।এ বিষয়ে গ্রামবাসী ও ক্ষতি গ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, পুকুরে মৎস্য চাষে পুকুর পাড় ভাঙ্গনের কারনে মৎস্য চাষী ও ক্ষতি গ্রস্ত পরিবারে মধ্যে যে কোন সময় সংঘর্ষে জড়িয়ে পড়ার আশংঙ্কা করছেন। এবিষয়ে উপজেলা প্রশাসন ও উদ্ধতন কর্তৃপক্ষের দ্রূত হস্তক্ষেপ কামনা করেন। #

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button