সারাদেশ

যশোর কেশবপুরে মটরসাইকেল চালকসহ ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

যশোর প্রতিনিধি: করোনা ভাইরাস  প্রতিরোধে সরকারী নির্দেশনা না মানায় কেশবপুরে মটরসাইকেল চালকসহ ৮ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।

কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাবলে শনিবার সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানাদেশ প্রদান করেন ।

উপজেলা নির্বাহী অফিসের পেশকার বিশ্বজিৎ রায় জানান , করােনা ভাইরাস প্রতিরােধে জনসমাগম এড়াতে প্রতিদিনের ন্যায় শনিবার সকালে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে কেশবপুর বাজারসহ উপজেলার বিভিন্ন হাট – বাজার পরিদর্শন করেন ।
এসময় সরকারী নির্দেশনা না মেনে কতিপয় অসাধু ব্যবসায়ী তাদের দোকান খােলা রেখে জনসমাগমের সৃষ্টি করার দায়ে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন ।

জরিমানা প্রাপ্তরা হলেন – কেশবপুর শহরের চায়ের দোকানদার আতিয়ারকে ৫শ , মঙ্গলকোট বাজারের কাপড় ব্যবসায়ী রবিউল ইসলামকে ৫শ , ইলেক্ট্রোনিক্সের দোকান্দার আক্তার হুসাইনকে ৫শ , আগরহাটি – ভাইনা বাজারের ইলেক্ট্রোনিক্সের দোকানদার আফসার আলীকে ৫শ , কলাগাছি বাজারের ইলেক্ট্রোনিক্স দোকান্দার সােহেল রানা ১ হাজার , তৌহিদুজ্জামানকে ১হাজার টাকা জরিমানা করেন ।

এছাড়া বাউশালা গ্রামের ইব্রাহিম হােসেনকে ( মটরসাইকেল চালক ) ২শ ও | কুসুলদিয়া গ্রামের হাসানুজ্জামানকে ( মটরসাইকেল চালক ) ২শ টাকা জরিমানা করেন ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button