খেলা

গোড়ালিতে টান লেগে মাঠ ছাড়েন মোস্তাফিজ

পিতা-মাতা অসুস্থ হওয়ার খবর শুনে মুশফিক খেলতে না পারলেও জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিং প্র্যাকটিসটা ভালোই সেরেছে বাংলাদেশ। টেস্টে দারুণ খেলে মাত্র ৫ রানের জন্য শতরান করতে না পারা লিটন দাসই শুধু এ ম্যাচে ভালো খেলতে পারেননি। ফিরে গেছেন মাত্র ২ রানে।

এছাড়া অধিনায়ক তামিম ইকবাল (৬২ বলে ৬৬), সাকিব, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ও নুরুল হাসান সোহান সবাই কম-বেশি রান করেছেন। এ কারণে ২৯৬ রানের বড়সড় স্কোর গড়েছে বাংলাদেশ। খেলার যা চালচ্চিত্র, তাতে বেশ বড় ব্যবধানে জিতবে বাংলাদেশ।

কিন্তু ম্যাচে একটি ধাক্কাও খেয়েছে তামিমের দল। বোলিং শুরু করে ১ ওভারও পুরো করতে পারেননি পেসার মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশের হয়ে বল হাতে ইনিংস শুরু করা মোস্তাফিজ প্রথম ৫ বল করেই অস্বস্তি বোধ করতে থাকেন। ওই ৫ বলে ৫ রান দিয়ে উইকেটশূন্য কাটার মাস্টার পরে পা খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন।

জানা গেছে, ডান পায়ের গোড়ালিতে টান লাগায় মাঠ ছেড়েছেন কাটার-মাস্টার। ফিরে আসেননি মাঠে। টিম লিডার আহমেদ সাজ্জাদুল আলম ববি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ব্যথা তেমন গুরুতর নয়। যাতে ব্যথা না বাড়ে, তাই কোচ তাকে তুলে নিয়েছেন।’

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button