রাজশাহী বিভাগসারাদেশ

সাপাহারে রবিউল হত্যা মামলার পলাতক আসামী গফ্ফার গ্রেফতার

সাপাহার(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর সাপাহারে কৃষক রবিউল হত্যা মামলার অন্যতম আসামী আব্দুল গফ্ফার(৩৫) কে নাচোল উপজেলার নওদাপাড়া নামক স্থানের একটি পেয়ারা বাগানে থেকে আটক করেছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে গত ০৬জানুয়ারী পাতাড়ী গ্রামের এসলাম আলী তার লোকজন নিয়ে তিলনী গ্রামে রবিউল আলমের ভোগদখলীয় সম্পত্তি দখল করতে এলে উভয় পক্ষের মধ্যে এক সংঘর্ষ বাধে। এসময় এসলাম আলীর লোকজনের লাঠির আঘাতে রবিউল আলম গুরুত্বর আহত হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত রবিউল আলমের ছেলে রায়হান কবির বাদী হয়ে থানায় ২১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে ওই মামলার ২নং আসামী গফ্ফার পাশর্^বতী নাচোল উপজেলার নওদাপাড়ার একটি পিয়ারা বাগানে শ্রমিক হিসেবে আত্মগোপনে ছিলো। সাপাহার থানা অফিসার ইনচার্জ(ওসি) তারেকুর রহমান সরকারের নির্দেশনায় থানা পুলিশেরর এস আই জাহিদুল ইসলাম, এস আই হারুন ও কনস্টেবল রাশেদ গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে ও পরদিন জেল হাজতে পাঠায়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button