আন্তর্জাতিক

হজ নিয়ে অপেক্ষা করতে বললো সৌদি কর্তৃপক্ষ

করোনা ভাইরাস নিয়ে উদ্বেগের কারণে এবারের হজ বুকিংয়ের জন্য মুসল্লিদের আরো অপেক্ষা করার আহ্বান জানিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে এ আহ্বান জানান সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ বান্তেন।
এ বিষয়ে সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ বান্তেন বলেন, হজযাত্রীদের স্বাস্থ্যগত সুরক্ষার বিষয় নিয়ে তারা উদ্বিগ্ন। এসময় তিনি বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের উদ্দেশ্যে বলেছেন, “হজের জন্য কাগজপত্র এখনই চূড়ান্ত করবেন না, অপেক্ষা করুন।”
এবার হজের জন্য প্রায় ২০ লাখ মানুষ মক্কা এবং মদিনায় যাবার প্রস্তুতি নিচ্ছেন। ইসলাম ধর্মে বলা আছে, শারীরিকভাবে সক্ষম মুসলিমদের জীবদ্দশায় একবার হজ পালন করা উচিত।”
করোনা ভাইরাসের বিস্তার নিয়ে আশংকার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ওমরাহ পালনের ব্যবস্থাও ইতোমধ্যে স্থগিত করে দিয়েছে সৌদি সরকার।
করোনার সংক্রমণ ঠেকানোর চেষ্টায় সৌদি কর্তৃপক্ষ মানুষজনকে মক্কা ও মদিনা এবং সেইসঙ্গে রাজধানী রিয়াদেও ঢুকতে দিচ্ছে না। দেশটিতে ইতোমধ্যেই ১৫শ ৬৩ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছে ১০ জন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button