আন্তর্জাতিকবিজ্ঞান ও প্রযুক্তি

বেলুনে অত্যাধুনিক ডিভাইস ঢুকিয়ে পাকিস্তানে গোয়েন্দাগিরি চালাচ্ছে ভারত

জম্মু ও কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। আর এরই মধ্যে অভিযোগ উঠেছে, পাকিস্তানের সীমান্ত এলাকায় বেলুনের মধ্যে ৪টি ‘স্পাইং ডিভাইস’ পাঠিয়েছে দিল্লি। পাকিস্তানে গোয়েন্দাগিরি করতে বেলুনে অত্যাধুনিক ডিভাইস ঢুকিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, পাকিস্তানে গোয়েন্দাগিরির জন্য বেলুনের মাধ্যমে চারটি  ভিন্ন ধরণের ডিভাইস প্রেরণ করা হয়েছে। গুজরাত থেকে বেলুনগুলো উড়ানো হয়েছে।

তবে, নজরদারির করতে পাঠানো ভারতের ওই ডিভাইসগুলো পাকিস্তানের সিভিল ডিফেন্স বিভাগ নষ্ট করে দিয়েছে।

জব্দকৃত ডিভাইসগুলো সাধারণত নদী ও ‘নোলার’ গভীরতা পরিমাপ করতে এবং পাকিস্তানে আবহাওয়ার পূর্বাভাসের জন্য ব্যবহৃত হয়।

প্রসঙ্গত, ৫ ই আগস্ট ভারতীয় কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করা হয়। এরপর থেকে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আবারও খারাপের দিকে যাচ্ছে।

পাকিস্তান ভারতের একতরফা পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে। ধারাবাহিকভাবে কারফিউ ও যোগাযোগের বিচ্ছিন্নতার কারণে কাশ্মীরে এক অর্থে কারাগারের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ পরিপ্রেক্ষিতে কাশ্মীরিদের অধিকারের জন্য আওয়াজ তুলছে পাকিস্তান।

কাশ্মীর নিয়ে চলমান পরিস্থিতি দ্রুত আরও প্রতিকূল হয়ে উঠছে।

এদিকে, বিশ্ব সম্প্রদায় সতর্ক করেছে যে , ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা পারমাণবিক যুদ্ধের পরিস্থিতি  তৈরী করতে পারে।

কাশ্মীরের বিতর্কিত অঞ্চল নিয়ে সৃষ্ট উত্তেজনা দক্ষিণ এশিয়ায় অস্থিরতা বাড়িয়ে তুলতে পারে বলে মনে করা হচ্ছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button