রাজশাহী বিভাগসারাদেশ

বগুড়ার মমইন লিমিটেড এর অর্থ আত্মসাতের দায়ে মোঃ রহমত আলী জেল হাজতে

স্টাফ রিপোর্টারঃ দেশের এতিহ্যবাহী ও উত্তরবঙ্গের গৌরবজ্জল বগুড়ার পাঁচতারকা হোটেল মমইন এর অর্থ আত্মসাতের দায়ে মম ইন এর সাবেক কর্মকর্তা মোঃ রহমত আলীকে বগুড়ার সিনিয়র জুডিঃ ম্যাজিঃ সদর আমলী আদালত গত মঙ্গলবার জেলহাজতে প্রেরণ করেছে।
মামলা সূত্রে জানা যায় আসামী মোঃ রহমত আলী পাঁচতারকা হোটেল মমইন-এ চাকুরী কালীন সময় বিভিন্ন কাজের বিপরীতে ৮,৬৪,২৮৮/- (আট লক্ষ চৌষট্টি হাজার দুইশত আটাশি) টাকা অগ্রীম গ্রহণ করে। কিন্তু কোন কাজ না করে অন্যত্র চাকুরীতে যোগদান করেন। গ্রহণকৃত টাকা ফেরৎ প্রদানের জন্য তাকে মৌখিক ও লিখিতভাবে একাধিকবার যোগাযোগ করা হলেও সে কোন টাকা ফেরৎ প্রদান করেনি। মমইন কর্তৃপক্ষ অবশেষে ৩১/০৩/২১ তারিখে বগুড়ার সিনিয়র জুডিঃ ম্যাজিঃ সদর আমলী আদালতে ৪৭৫ সি/২১ (সদর) মামলা দায়ের করেন। আদালত হতে গ্রেফতারী পরোয়ানা জারী হলে বগুড়া সদর থানার পুলিশ ৩১/০৮/২১ তারিখে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। গত ১৪/০৯/২১ তারিখে আদালতে উভয় পক্ষের শুনানী শেষে আসামীর জামিন না মঞ্জুর হয়। শুনানীকালে আসামী পক্ষে আইনজীবি এ্যাডঃ মোঃ রফিকুল ইসলাম, সেক্রেটারী বার সমিতি, বগুড়া এবং বাদী পক্ষে বিজ্ঞ আইনজীবি এ্যাডঃ মোঃ লুৎফর রহমান (১), সাবেক এপিপি, জজকোর্ট, বগুড়া সহ অন্যান্য বিজ্ঞ আইনজীবিগণ উপস্থিত ছিলেন। মোঃ রহমত আলী, বগুড়া সদর উপজেলাস্থ তিনমাথা, বিদ্যুৎ নগর এলাকার মোহাম্মাদ আলীর ছেলে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button