সারাদেশ

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ

হিলি প্রতিনিধি: ভারত হিলিতে লকডাউন ঘোষনার কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান,করোনা ভাইরাসের কারনে ভারতের হিলিতে লকডাউন ঘোষনা করায় আজ রবিবার সকাল থেকে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

এদিকে হিলি ইমিগ্রেশন থানার অফিসার ইনচার্জ সেকেন্দার আলী জানান, হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে ইতিপূর্বে যারা গমন করেছেন তারা আগমন করছেন। নতুন করে কোন যাত্রী পারাপারের উপর নিষেধাজ্ঞা রয়েছে।

পানামাহিলি পোর্ট লিংক রিমিটেডের মিডিয়া উইং সোহরাফ হোসেন মল্লিক জানান, দু দেশের মধ্যে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও পোর্ট অভ্যন্তরে আমদানিকৃত পন্যের লোড আনলোডসহ সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button