চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

“সাদা ছড়ি ব্যবহার করি, নিশ্চিন্তে পথ চলি” প্রতিপাদ্যে সারা দেশের ন্যায়
চাঁপাইনবাবগঞ্জেও বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন
উপলক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা অধিদপ্তর, প্রতিবন্ধী সেবা ও
সহায়তা কেন্দ্রের সহযোগিতায় র্যালি এবং আলোচনাসভার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্বর থেকে একটি
র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ
শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভায় মিলিত হয়। এ সময় জেলা
সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোসা. উম্মে কুলসুমের সভাপতিত্বে
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা
প্রশাসক এজেডএম নূরুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জাতীয়
প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মীর
শামিম আলী।
আলোচনাসভায় অন্যান্যের মধ্যে চিকিৎসা সহায়তা কেন্দ্রের নির্বাহী পরিচালক
মো. আমিনুল ইসলাম, প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল মতিন,
দৃষ্টি প্রতিবন্ধী মো. মোজাম্মেল হক, প্রতিবন্ধী মুকুল কুমারসহ অনেকেই
উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ১টি করে সাদা
ছড়ি বিতরণ করা হয়।
শেষে, প্রতিবন্ধী সিয়ামের গানে মুগ্ধ হয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে তার
লেখাপড়ার খরচের জন্য নগদ ৫ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক।