খুলনা বিভাগসারাদেশ

ভাঙ্গায় সেচ উন্নয়ন প্রকল্পের খাল খনন কর্মসূচীর উদ্বোধন

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা ,সাউতিকান্দা,চৌকিঘাটা,পাইকদিয়া,ঘারুয়া,মক্রমপট্টি ও হিরালদী মৌজা এলাকার প্রায় ১০টি গ্রামের ফসলি জমিতে সেচ সুবিধা নিশ্চিৎকরনের লক্ষে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বৃহত্তর ফরিদপুর সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় কর্মসূচীর আওতায় খাল খনন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষে উপজেলার রশিবপুরা দাখিল মাদ্রাসায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে কর্মসূচীর উদ্বোধন করেন প্রকল্প পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম । এতে এলাকার ধান,পাট,ডাল,গম.ধনিয়া,পেঁয়াজ সহ ১ হাজার একর জমির ফসলের উৎপাদন বৃদ্বির লক্ষ্যে ১ কিলোমিটার দৈর্ঘ্যরে ‘গোলামের খাল ’’খনন কার্যক্রম শুরু হওয়ায় কৃষকদের দীর্ঘ্যদিনের প্রত্যাশা পুরণ হল । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান,জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান শেখ শাহিনুর রহমান শাহিন,উপজেলা প্রকৌশলী আঃ মালেক,উপ-সহকারী প্রকৌশলী মোঃ কামরুল হাসান,ইউ,পি চেয়ারম্যান প্রফেসর শফিউদ্দিন মোল্লা,সমাজসেবক ও বিশিষ্ঠ ব্যবসায়ী মনসুর মুন্সী,নুরু মাতুব্বর, সহ অন্যান্যরা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button