জাতীয়

ইতালি ফেরত ৫৯ জনকে গাজীপুরে নেওয়ার পরিকল্পনা

ইতালি থেকে বিকেলে আসা ৫৯ জনকে গাজীপুরে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে এবং সেইভাবে প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) রাতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

তিনি বলেন, আজ বিকেলে ইতালি থেকে আরও ৫৯ জন এসেছেন। এই ৫৯ জনকে আমরা আশকোনা হজ ক্যাম্পে আনবো না। তাদের গাজীপুরে নেওয়া হবে। আমরা গাজীপুরে একটা জায়গা ঠিক করেছি। ওটা হল ম্যাটস। অর্থাৎ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল। সেখানে হোস্টেলে থাকার ব্যবস্থা আছে এবং স্থানীয় প্রশাসন সেটার প্রস্তুতি নিয়ে রেখেছে। তাদেরকে আমরা সেখানে নিয়ে যাবো। একই রকম তাদের পরীক্ষা করা হবে। লক্ষণ না পাওয়া গেলে তাদের এখান থেকে যেমন বাড়িতে যাওয়ার ব্যবস্থা করেছি ওখান থেকেও সেভাবে ব্যবস্থা করা হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button