রাজশাহী বিভাগসারাদেশ

শেরপুরে পৌরসভায় টানা চতুর্থবার কাউন্সিলর নির্বাচিত হলেন সাংবাদিক নিমাই ঘোষ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর পৌরসভায় টানা চতুর্থবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জাতীয় দৈনিক সমকাল ও করতোয়ার স্থানীয় উপজেলা প্রতিনিধি নিমাই ঘোষ। গত শনিবার (১৬জানুয়ারি) অনুষ্ঠিত ওই পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি ছাড়াও আরও ছয়জন হেভিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে সর্বাধিক ভোট পেয়ে এবারও বিজয়ী হয়েছেন সিনিয়র এই সাংবাদিক।
সংশ্লিষ্টরা জানায়, শেরপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২হাজার ৫৩৩জন। এরমধ্যে ১হাজার ৯৮৫জন নারী-পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে সাংবাদিক নিমাই ঘোষ পাঞ্জাবি প্রতীক নিয়ে ৭শ’ ৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মিজানুর রহমান মিঠু ডালিম প্রতীক নিয়ে পান ৭শ’ ২ ভোট। ভোটগ্রহণের পর গণনা শেষে রাত অনুমার নয়টার দিকে শেরপুর ডিজে হাইস্কুল ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এই ফলাফল ঘোষণা করেন। টানা চুতুর্থবারের মতো জয়ী হওয়া সিনিয়র সাংবাদিক নিমাই ঘোষ বিগত ২০০৪সালের শেরপুর পৌরসভা নির্বাচনে প্রথম কাউন্সিলর নির্বাচিত হন। এরপর বিগত ২০১১সালে ও ২০১৫সালের পৌরসভা নিবাচনেও বিপুল ভোটের ব্যবধানে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। সর্বশেষ ২০২১সালের ১৬জানুয়ারি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে টানা চতুর্থবারের মতো কাউন্সিলর নির্বাচিত হলেন এই সাংবাদিক।
শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক নিমাই ঘোষ পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হওয়ায় শেরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুনসী আলহাজ¦ সাইফুল বারী ডাবলু, সাপ্তাহিত তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত কুমার বসাক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সহ-সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আকরাম হোসাইন, দপ্তর সম্পাদক আইয়ুব আলী, সাহিত্য সম্পাদক আব্দুল আলীম, নির্বাহী সদস্য সবুজ চৌধুরী, জাহাঙ্গীর ইসলাম, শাহজামাল কামাল, সদস্য ইমরান হোসেন প্রমুখ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button