টিএমএসএস ধর্মচারী চত্বরে খাবার ঘরের তহবিল‘র জন্য দানবাক্স উন্মুক্তকরণ

টিএমএসএস ধর্মচারী চত্বর ঠেঙ্গামারা বগুড়ায় গত শুক্রবার বাদজুম্মা খাবার ঘরের জন্য দানবাক্স আনুষ্ঠানিক ভাবে উন্মুক্ত করা হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিএমএসএস এর পরামর্শক কৃষিবিদ আলহাজ্ব মোঃ আসাদুর রহমান, ইন্ডিপেনডেন্ট স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিসুর রহমান,টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক ডাঃ মোঃ মতিউর রহমান প্রমূখ। উক্ত অনুষ্ঠানে বক্তারা দানের বিশেষ করে খাদ্য দানের গুরুত্ব এবং এর ধর্মীয় মরতবা বিষয়ে আলোচনা করেন। এছাড়া উক্ত দানবাক্স মাসের শেষ শুক্রবার খোলার এবং ধর্মচারী চত্বরের শ্রমিক, এমএলএসএসগণ ১০ টাকার বিনিময়ে এই খাবার ঘর থেকে গণখাদ্য গ্রহণ করতে পারবে মতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ধর্মচারী চত্বরের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রহমান পীর সাহেব মোনাজাত শেষে প্রথম খোলা দানবাক্স থেকে ৪,০০,১০০/- (চার লক্ষ একশত) টাকা দান পাওয়া গেছে মর্মে ঘোষণা প্রদান করেন। এ ছাড়াও বক্তারা ক্ষুধার্তদের খাদ্য দানের মত মহৎ কাজে আবাল,বৃদ্ধ,বনিতা,গরীব-ধনী, বিত্তবান, শিক্ষক-শিক্ষিকা সকলকেই খাদ্য দানের সহিত সম্পৃক্ত হওয়ার জন্য সপ্তাহে কমপক্ষে ১ (এক) টাকা দানের দ্বারা মরতবা অর্জনের পরামর্শ প্রদান করেন।