রাজশাহী বিভাগসারাদেশ

টিএমএসএস নির্বাহী পরিচালকের নামে মানহানিকর প্রচারের অভিযোগে মামলায় একজনের ৩ মাসের কারাদন্ড

স্টাফ রিপোর্টারঃ টিএমএসএস নির্বাহী পরিচালকের নামে মানহানিকর প্রচারের অভিযোগে দায়ের করা মামলার রায়ে একজনের ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন বরিশাল মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট এর তৃতীয় আদালত। দন্ডিত ব্যক্তির নাম জালাল উদ্দিন মন্ডল (৫৫)। তিনি বগুড়া জেলার সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকার মৃত তছলিম উদ্দিন এর ছেলে। গত ১৬ জুন বরিশাল মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট এর ৩য় আদালতের বিচারক পলি আফরোজ এই রায় প্রদান করেন।
মামলা সুত্রে জানা যায়, টিএমএসএস ও টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম’র পৈত্রিক সুত্রে প্রাপ্ত বগুড়া সদর উপজেলাধীন ঠেঙ্গামারা মৌজাস্থ একটি জমিকে কেন্দ্র করে আসামী জালাল উদ্দিন মন্ডল একটি পত্রিকায় টিএমএসএস এবং টিএমএসএস নির্বাহী পরিচালককে অবমাননা করে মানহানিকর বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই ঘটনায় বরিশালের স্থানীয় মহিলা কর্মী নাঈমা আক্তার বাদী হয়ে বরিশাল মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মানহানী মামলা দায়ের করেন। মামলা নং সিআর ৬১৮/২০২০ কোতয়ালী। মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালত জালাল উদ্দিন মন্ডলকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাড. রফিকুল ইসলাম ঝন্টু।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button