সারাদেশ

টিএমএসএস নিয়ন্ত্রিত সকল শাখায় জাতীয় শোক দিবস উপলক্ষে ড্রপডাউন ব্যানার বিতরণ

মিষ্টার আলী মিলন, প্রতিনিধিঃ ইতিহাসের মহানায়ক, হাজার বছরেররশ্রেষ্ঠতম বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী হিসাবে নওগাঁ সদর, উকিলপাড়া স্লুইস গেট সংলগ্ন টিএমএসএস নওগাঁ জোন নিয়ন্ত্রিত শাখা রাণীনগর, আবাদপুকুর, আত্রাই, কালিগঞ্জ,বেতগাড়ী, নওগাঁ-১, কাজিরমোড়,নওগাঁ-২, তিলকপুর, কীত্তির্পুর, হাপানিয়া, বলিহার, দুবলহাটি, ও সরস্বতীপুর ১৪টি শাখায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষ্যে ১লা আগস্ট থেকে ড্রপডাউন ব্যানার টাঙ্গানোর জন্য বিতরণ করা হয়। এসময় নওগাঁ জোনের জোনাল ম্যানেজার মোঃ আবু-বকর, ও নওগাঁ অঞ্চলের অঞ্চল প্রধান মোঃ মমতাজ উদ্দিন সহ আরো অনেক কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এসময় জোনাল ম্যানেজার ও অঞ্চল প্রধান বক্তব্যে বলেন বাঙালি ও বাংলাদেশের শোকের মাস, ১৯৭৫- এই আগষ্ট মাসটিতেই জাতি হারিয়েছে তার গর্ব, আবহমান বাংলা ও বাঙালির আরাধ্য পুরুষ, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। রক্তঝরা এই মাসটিতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবার-পরিজনসহ নৃশংসভাবে শহীদ হন।শাহাদাতবরণকারী জাতির জনক ও তার পরিবারের সদস্যদের অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। তিনি আরও বলেন এই করোনা মহামারী মোকাবেলায় সবাইকে সচেতন থাকতে হবে। প্রয়োজন ছাড়া আমরা কেউ ঘরের বাইরে যাব না। সব সময় আমরা মুখে মাস্ক ব্যবহার করবো, দুই হাত সাবান দিয়ে বার বার ধৌত করবো। এই প্রাণঘাতি ভাইরাস প্রতিরোধে সরকারের সকল স্বাস্থ্যবিধি মেনে চলবো। যাদের টিকার বয়স হয়েছে তারা টিকা কেন্দ্রে গিয়ে টিকা নেবেন। টিএমএসএস এর সার্বিক ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে কাজ করবেন বলে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button