রাজশাহী বিভাগসারাদেশ

টিএমএসএস’র নির্বাহী পরিচালকের সঙ্গে বর্জ্য ব্যবস্থা বিষয়ে আলোচনা

স্টাফ রিপোর্টারঃ বগুড়া শহরের গৃহস্থালী বর্জ্য ও ক্লিনিক্যাল বর্জ্য পরিবেশ সম্মতভাবে ব্যবস্থাপনা করে উক্ত আবর্জনা থেকে জৈবসার, বিদ্যুৎ অথবা গ্যাস উৎপাদন বিষয়ে গত বৃহস্পতিবার টিএমএসএস ফাউন্ডেশন অফিস ঠেঙ্গামারা বগুড়ায় টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন টিএমএসএস এর নির্বাহী পরামর্শক ও সাবেক যুগ্ম-সচিব মোঃ নাজমুল হক, শৈলী সমাজ উন্নয়ন সংস্থা বগুড়ার নির্বাহী পরিচালক মামুন উল হাসান শাওনসহ অন্যান্য পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিগণ।

ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় নাজমুল হক জানান, বগুড়া, নওগাঁ ও জয়পুরহাট জেলার সব ধরনের গৃহস্থালী বর্জ্য ও ক্লিনিক্যাল বর্জ্য যেন পরিবেশ দূষণ করতে না পারে সে ক্ষেত্রে কর্মসূচী গ্রহণের জন্য টিএমএসএস কাজ করছে। পরিবেশ অধিদপ্তর, রাজশাহী বিভাগ বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে টিএমএসএসকে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, পরিবেশ অধিদপ্তর ঢাকায় অনুষ্ঠিত একটি সভায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক এবং অন্যান্য কর্মকর্তাগণের সঙ্গে তাঁর এ বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। মহাপরিচালক টিএমএসএস এর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
সভার সভাপতি অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম বলেন, টিএমএসএস এ বিষয়ে খুবই তৎপর, কিন্তু একটি বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প স্থাপন করা অত্যন্ত কঠিন। তিনি মেয়র বগুড়া পৌরসভাসহ উপস্থিত পরিবেশবাদী সংগঠন প্রতিনিধিগণকে এই বিষয়টির উপর আরও যতœশীল হওয়ার আহবান জানিয়ে বলেন, আমাদের ব্যর্থতার কারণে পরিবেশ দূষণের ফলে জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতি আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। সরকার এবং বিদেশী দাতা সংস্থাগুলিকেও এ লক্ষে দ্রুত এগিয়ে আসার জন্য তিনি আহবান জানান। তিনি দ্রুত প্রকল্পের কার্যক্রম শুরু করার জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করতে টিএমএসএস এর সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button