রংপুর বিভাগসারাদেশ
ট্রাকসহ ৯ চোরকে আটক করে পুলিশে সোপর্দ করল স্থানীয়রা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর গরু চুরির পর ট্রাক যোগে পালনোর সময় ট্রাকসহ ৯ চোরকে আটক করে গণধোলাই দেয়ার পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আজ ২৩ মার্চ মঙ্গলবার সকালে উপজেলার কাশিয়াডাঙ্গা পাড়া থেকে তাদের আটক করেন স্থানীয়রা।
হাকিমপুর থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, জেলার বোচাগঞ্জ থেকে তিনটি গরু চুরি করে ট্রাক যোগে পালনোর সময় কাশিয়াডাঙ্গা ব্রিজে ট্রাকটি আটকা পড়ে। এসময় স্থানীয়রা তাদের আটক করে গণধোলাই দিয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশের একটি টিম তাদের আটক করেন।
আটককৃতরা হলেন, মমিন, মুশফিকুর, সুজন দাস, সাধু চন্দ্র দাস, লিটন চন্দ্র, হয়রত আলী, তাপশ শীল, সৃষ্ণ দাস, আরিফ মিয়া। তাদের বাড়ি নিলফমারি, রংপুর ও দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলায়।