বিনোদন

কানাডার পর অস্ট্রেলিয়ায় মাইলস

কানাডা সফর শেষ হতে না-হতে অস্ট্রেলিয়া পাড়ি দিতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড মাইলস। ব্যান্ডের চার দশক পূর্তির কনসার্টের অংশ হিসেবে তাদের এই অস্ট্রেলিয়া সফর। অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে একাধিক কনসার্টে দলটি অংশ নেবে বলে এর সদস্যরা জানান।

তারা আরও জানান, মাইলসের চার দশক পূর্তির আয়োজন শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রে কনসার্ট করার মধ্য দিয়ে। এরপর গত মাসে ব্যান্ডটি কানাডার বিভিন্ন শহরে সাতটি কনসার্টে অংশ নেয়। ১ সেপ্টেম্বর ভ্যাঙ্কুভারে কনসার্ট করার মধ্য দিয়ে শুরু ব্যান্ডের চার দশক পূর্তির দ্বিতীয় পর্বের আয়োজন। এরপর ৭ সেপ্টেম্বর ক্যালগেরিতে কনসার্ট করে তারা। এবার শুরু হচ্ছে অস্ট্রেলিয়ায়।

এ প্রসঙ্গে মাইলস ব্যান্ডের দলপ্রধান, গিটারিস্ট, ভোকালিস্ট হামিন আহমেদ জানান, মাইলসের ৪০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ওয়ার্ল্ড ট্যুর করছে মাইলস। এর আগে কানাডা ও যু্ক্তরাষ্ট্রের বেশ কিছু স্ট্রেটে কনসার্ট করেছি। তার ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে এবার কানাডায় কনসার্ট করবে মাইলস। এছাড়াও অক্টোবরের তৃতীয় সপ্তাহে অস্ট্রেলিয়ায় পাঁচ-ছয়টি শোতে অংশ নেবে মাইলস।’

কনসার্ট থেকে পাওয়া সব অর্থ তারা আলবার্টা ক্যান্সার ফাউন্ডেশনকে দান করে। এরপর একে একে উইনিপেগ, এডমন্টন, ওটাওয়া, মন্ট্রিল ও টরন্টোয় কনসার্ট করে রক গানের সাড়া জাগানো ব্যান্ড মাইলস। অস্ট্রেলিয়া সফর শেষে জমকালো আয়োজনে দেশে চার দশক পূর্তির নানা আয়োজন করবে বলে এর সদস্যরা জানান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button