সারাদেশ

স্ট্যান্ড রিলিজ লোহাগড়া থানার ওসি

নড়াইল প্রতিনিধি :

সরকারি দায়িত্ব ও কর্তব্যে অবহেলার কারণে নড়াইল জেলার লোহাগড়া থানার ওসি মোকাররম হোসেনকে সোমবার রাতে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার অফিস সূত্রে জানা যায়, সরকারি দায়িত্ব ও কর্তব্যে অবহেলার কারণে ওসি মোকাররম হোসেনকে মেহেরপুর বদলি করা হয়েছে। তিনি লোহাগড়া থানার দায়িত্ব ছেড়ে মঙ্গলবার বিকালেই মেহেরপুরের উদ্দেশে রওনা হয়ে চলে গেছেন বলে জানা গেছে।

লোহাগড়া থানার সদ্য বিদায়ী ওসি মোকাররম হোসেন বলেন,‘কি কারণে আমাকে হঠাৎ বদলি করা হয়েছে তা আমি জানি না।’

প্রসঙ্গত, রোববার রাত সাড়ে ১১টা ও সোমবার সকালে লোহাগড়া থানা হেফাজতে শিহাব মল্লিক (২৮) নামের এক যুবককে পিছনে হাতকড়া পরিয়ে চোখ বেঁধে নির্দয়ভাবে নির্যাতন করেন এসআই সিদ্দিক। নির্যাতনের কারণে তিনি কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলেছিলেন।

পুলিশের অমানুষিক নির্যাতনের শিকার শিহাব মল্লিক লোহাগড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি লোহাগড়া পৌরশহরের গোপীনাথপুর গ্রামের এনামুল মল্লিকের ছেলে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button