খেলালিড নিউজ

ক্রিকেটে ষড়যন্ত্রকারীকে দ্রুতই খুঁজে বের করবেন বিসিবি সভাপতি

অনলাইন ডেস্ক

ক্রিকেটারদের ধর্মঘটের পেছনে বিশেষ মহলের ষড়যন্ত্র দেখছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এই ষড়যন্ত্রের পেছনে একজনের প্রতি ইঙ্গিত করেছেন তিনি। তবে তিনি কে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। দ্রুতই সেই ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করবেন বলে জানিয়েছেন বিসিবি প্রধান।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে ক্রিকেটারদের ধর্মঘট নিয়ে মঙ্গলবার কথা বলেন নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতির নিজের বক্তব্য ও সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরে বারবার ঘুরে ফিরে এসেছে বিশেষ মহলের ষড়যন্ত্র, চক্রান্তের কথা।

তিনি বলেন, ‘পরিকল্পিতভাবে এসব করা হচ্ছে। একজন লোকই আছেন, যিনি বারবার এসব করছেন। বাংলাদেশের ক্রিকেটকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে। সব ক্রিকেটার যে এটির সঙ্গে জেনে শুনে জড়িয়েছেন বলে মনে হয় না। ওরা না জেনেই এসেছে। আসল পরিকল্পনা দু-একজন জানে। কারা এই কাজ করছে। কিছুদিনের সময় চাচ্ছি আপনাদের কাছে। সব বের করে ফেলব।’
সামনে ভারত সফর। ২৫ অক্টোবর থেকে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। ঠিক এ মুহূর্তে আন্দোলনে নেমেছেন ক্রিকেটাররা। তারা বলছেন, দাবি না মানলে কোনো ধরনের ক্রিকেটই খেলবেন না। ফলে ভারত সফর নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘ভারত সফরে না গেলে আইসিসি থেকে বড় প্রতিক্রিয়া আসবে। আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। ভারত সিরিজের অনুশীলন ক্যাম্প সূচি অনুযায়ী শুরু হবে। যারা যাবে তারা যাবে। আর যারা যাবে না, তারা যাবে না। এ নিয়ে বিসিবির কিছুই করার নেই।’
নাজমুল হাসান পাপন বলেন, ‘আগে আমরা খেলোয়াড়দের সব কথা শুনেছি। তাদের চাওয়া-পাওয়া পূরণ করেছি। নিয়মিত তাদের বেতন বাড়িয়েছি। অথচ টাকার জন্য খেলা বন্ধ করে দিয়েছে তারা। এটা বিশ্বাস করতে পারছি না।’

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button