সারাদেশ

ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভার মূল সড়ক আবরোধ করে, দোকান ও প্রতিষ্ঠান শ্রমিক ইউনিয়নের আন্দোলন

রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২২ এপ্রিল বুধবার দুপুরে বেতন আদায়ের জন্য পৌরসভার মূল সড়ক অবরোধ করে আন্দোলন করেন পৌরসভা দোকান ও প্রতিষ্ঠান শ্রমিক ইউনিয়ন।

এ সময় ঐ সড়ক দিয়ে সকল যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
মালিকদের কাছ থেকে করোনা পরিস্থিতিতে বকেয় বেতন না পাওয়ায় মালিক পক্ষের বিরুদ্ধে বেতন আদায়ের জন্য এ আনন্দোলন করেন তারা। পৌরসভা দোকান ও প্রতিষ্ঠান শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রদীপ সাহা ও সাধারণ সম্পাদক আনন্দ বসাকের নেতৃত্বে প্রায় ২৫০ জন শ্রমিক এ আনন্দোলে অংশগ্রহণ করেন। সভাপতি প্রদীপ সাহা বলেন, আমার সংগঠনের ২৪৫ জন শ্রমিক কাপড়ের দোকান, গার্মন্টেস , মোবাইল, হোটেল, হার্ডওয়ারসহ বিভিন্ন দোকানে কাজ করে। গত মাসের ২৫ তারিখ হতে করোনা পরিস্থিতির জন্য এ সকল দোকানপাট বন্ধ করেছে সরকার, আমরা শ্রমিকেরা মানবেতর জীবন যাপন করছি। মালিক পক্ষের সাথে বকেয়া বেতন দেয়ার ব্যপারে অনেকবার বসা হয়েছে, কিন্তু তারা কোন রকম গুরুত্ব দেয়নি। এদিকে আমার শ্রমিকেরা কর্মহীন হয়ে অসহায় হয়ে পড়েছে এবং মানবেতর জীবন যাপন করছে। তাই আমাদের পাওনা বেতন না দিলে আমরা অরো কঠোর আন্দোলনে যাবো। এ ব্যপারে মুঠোফোনে দোকান মালিক সমিতির সভাপতি উজ্জল বসাক বলেন, ইতোমধ্যে সকল দোকান কর্মচারীকে ১ হাজার টাকা করে সমিতির সিদ্ধান্ত অনুযায়ী দেয়া হয়েছে। আজকে আমি ও আমার সম্পাদকসহ ইউএনও স্যারের কাছে গেছিলাম কর্মচারীদের ১০ টাকার রেশন কার্ডের জন্য এবং স্যার  আমাদের আস্বাস্থ করেছে। তারপরও তাদের এ আনন্দোলনের কথা শুনে খুব দুঃখ পেয়েছি।
 জানাগেছে পরে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও এসে তাদের রাস্তা অবরোধ ও আনন্দোলন থামিয়ে দেন এবং মালিক পক্ষের সাথে কথা বলেন ও বিষয়টি নিষ্পত্তির কথা শ্রমিকদের বলেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button