সারাদেশ

নওগাঁয় উগ্রবাদ ও সহিংস প্রতিরোধে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর করনীয় শীর্ষক সেমিনার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় উগ্রবাদ ও সহিংস প্রতিরোধে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর দিনব্যাপী করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোবাবার সকালে পুলিশ লাইনস ড্রিল সেডে প্রধান অতিথি হিসেবে এর উদ্ধোধন করেন, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম। বাংলাদেশ পুলিশের সন্ত্রাস ও আর্ন্তজাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মান প্রকল্প এর আয়োজন করে।

সেমিনারে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ উপ-কমিশনার জাহাঙ্গীর আলম বিপিএম, পিপিএম বার, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার ও ফারজানা হোসেন, সহকারী পুলিশ সুপার সুরাইয়া আকতার প্রমুখ ।
বক্তারা, উগ্রবাদ, জঙ্গীবাদ, সন্ত্রাস নির্মূলে এবং সহিংস প্রতিরোধের উপর বিস্তারিত আলোচনা করেন।

সেমিনারে জেলার ১১টি থানার অফিসার ইনচার্জ ও সদস্যবৃন্দরা এবং জেলা পুলিশের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। বক্তারা উগ্রবাদ ও সহিংস প্রতিরোধে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দিক তুলে ধরেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button