রাজশাহী বিভাগসারাদেশ

ধামইরহাটে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে গাছের চারা বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান করোনা পরিস্থিতি মোকাবিলায় নিজ ইউনিয়নে জনসচেতনা, মাস্ক, সাবানসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি ইউনিয়ন বাসীকে ফলজ,বনজ ও ঔষধি জাতের গাছের চারা বিতরণ করেন।

মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে ৩ জুন সকাল ১১ টায় ১নং ধামইরহাট ইউপি কার্যালয়ে ৮টি ওয়ার্ডের জন সাধারণের মাঝে বারী-১০ জাতের আম, উন্নত জাতের লিচু, মাল্টা, পেপে, পিয়ারা, চায়না-৩ সিডলেস লেবু, মেহগনিসহ বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল।

ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও এম এম সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তনছের আলী, ওয়ার্ড আ’লীগ সম্পাদক রফিকুল আতিক কনক, হারুন অর রশিদ, সিনিয়র সাংবাদিক এম এম মালেক, ধামইরহাট প্রেস ক্লাব সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল (বাবু), সিনিয়র সাংবাদিক হারুন আল রশিদ, ইউপি সদস্য রেহেনা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, মুজিববর্ষ উপলক্ষে শহীদুজ্জামান সরকার এমপি’র নির্দেশে উন্নত জাতের বিভিন্ন প্রকার চারা বিতরণ করছি। আজকে সর্বমোট ৬ হাজার চারা বিতরণ করা হয়, সবুজ ও মডেল ইউনিয়ন গড়ার লক্ষে আবারও বিনা মুল্যে চারা বিতরণ করা হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button