রাজশাহী বিভাগসারাদেশ

ধামইরহাটে হত্যা মামলার আসামী লিয়াকত গ্রেপ্তার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের অন্তর্গত উদয়শ্রী গ্রামে আলোচিত ইসমাইল হোসেন (৫৬) হত্যা মামলার অন্যতম আসামী লিয়াকত হোসেন ওরফে স্বপন (৩০) কে ঘটনার ২ মাস পর র‌্যাব গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র এএসপি এ, কে, এম এনামুল করিম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ধামইরহাট উপজেলার শিমুলতলী বাজারের শেখাহাটী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। গেস্খপ্তারকৃত লিয়াকত হোসেন উদয়শ্রী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। ওইদিন বিকেলেই তাকে ধামইরহাট থানায় সোর্পদ করে র‌্যাব।
জানা গেছে, গত ২২ জুন সকালে মাত্র দেড় শতক জমির বিরোধকে কেন্দ্র করে লিয়াকত ও তার লোকজন বৃদ্ধ ইসমাইল হোসেন ও তার পরিবারের উপর হামলা চালায়। এসময় প্রতিপক্ষের লোকজন ইসমাইল হোসেনকে পিটিয়ে মারাত্মক জখম করে। পরবর্তীতে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনায় নিহতের স্ত্রী মেহেরুন নেছা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই লিয়াকত পলাতক ছিল।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button