খুলনা বিভাগসারাদেশ

আর কতো যোগ্যতা থাকলে সরকারি ঘর পাওয়া যায়

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন এর সোনাতুন্দী গ্রামের একটি পরিবারারের কান্না শোনার মত কেউ নেই। পরিবারে উপার্জানের কেউ নেই। পঙ্গু স্বামী ও অন্ধ স্ত্রী সহ দুই সন্তান নিয়ে কোন মত না খেয়ে দিন যাচ্ছে। কালবৈশাখী ঝড়ের সময় বা একটু বাতাস উঠলে অন্য কারো বাড়িতে গিয়ে তাকে মাথা গোঁজার ঠায় খুজতে হয়। তার স্বামীটা মালেক মোল্যা একজন প্রতিবন্ধী আর মেরিনা খাতুন নিজেও একজন অন্ধ এবং ছোট ২ টা ছেলে মেয়ে নিয়ে তাদের অভাবের সংসার। সামান্য ঝড় বৃষ্টির হলেই অন্য কোথাও আশ্রয় নেবার জন্য এই ঘর থেকে বেড়িয়ে পড়তে হয়। একটু বৃষ্টি হলে ঘরের মধ্য জমে থাকে পানি রাত্রী যাপনের জন্য আশ্রয় নিতে হয় এই ছোট্ট ঘরের এক কোনায়। এতো কষ্টে মধ্যে জীবন যাপন
করার পরও তাদের নামে বরাদ্দ দেওয়া হচ্ছে না কোনো সরকারি ঘর।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button