রংপুর বিভাগসারাদেশ

নতুন নামে ফাইলেরিয়া হাসপাতালের যাত্রা

নীলফামারী জেলা প্রতিনিধি: দেশের প্রথম নীলফামারীর সৈয়দপুরে ফাইলেরিয়া এখন ফাইলেরিয়া এন্ড জেনারেল হাসপাতাল এন্ড ল্যাব। গত রোববার বিকেলে হাসপাতালের হলরুমে  আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের  উদ্বোধনের মধ্য দিয়ে নতুন নামে নতুনরুপে যাত্রা শুরু যাত্রা শুরু করে হাসপাতালটি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেপরা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টের ডা: ডেভিড পাহান। সভাপতিত্ব করেন স্থানীয় পরিচালনা পরিষদের সভাপতি  জিকো আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন  ছিলেন  হাসপাতালের পরিচালক রাকিবুল ইসলাম, জমিদাতা আলহাজ্ব কবির উদ্দিন সরদার, হাসপাতালের পরিচালনা কমিটির সহ সভাপতি এসএম মাহাবুবুল হক মিঠু, সহ সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সদস্য মমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য রইচ উদ্দিন মতি, গোলজার আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, উপজেলার  কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামে অবস্থিত ফাইলেরিয়া হাসপাতালটি বিগত ২০১২ সাল হতে অবৈধ দখলে ছিল।  দখল মুক্ত করে স্বাস্থ্য সেবা কার্য্যক্রম গতিশীল করতে হাসপাতালটির প্রতিষ্ঠাতা আইএসিআইবি’র চেয়ারম্যান প্রফেসর ডাঃ মোয়াজ্জেম হোসেন  বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন (বিপিডিএ) এর সাথে একটি চুক্তিপত্র স্বাক্ষর করেন। চুক্তি পত্রের শর্তানুযায়ী বিপিডিএ আগামী ২০২৯  পর্যন্ত এর পরিচালনা করতে পারবেন। পরবর্তীতে ওই চুক্তি নবায়ন করা হবে বলেও সম্পাদিত চুক্তিপত্রে উল্লেখ করা হয়েছে।
প্রধান অতিথি ডা: ডেভিড পাহান বলেন, সকল বাধা পেরিয়ে স্বাস্থ সেবার ব্রত নিয়ে আজ থেকে হাসপাতালটি যাত্রা শুরু করল। শুধু ফাইলেরিয়া নয় সকল ধরনের স্বাস্থ্য সেবাসহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা স্বল্প মূল্যে দেওয়া হবে। হাসপাতালে সার্বিক উন্নয়নে তিনি সকলে সহযোগীতা কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও হাসপাতালের কো-অর্ডিনেটর সাংবাদিক ফয়েজ আহমেদ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button