সারাদেশ
নবাবগঞ্জে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ১ ব্যক্তির মৃত্যু

নবাবগঞ্জে বৈদ্যুতিক তারে পৃষ্ঠ হয়ে আব্দৃল মিয়া (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি আর ঘোষাইল গ্রামের বাসিন্দা। উল্লেখ থাকে আব্দুল মিয়া নারিকেল গাছ পরিষ্কার করার কাজ করছিলেন, কাজ করার এক পর্যায়ে পাশদিয়ে বাহিত বৈদ্যুতিক তারের সঙ্গে সংযোগ ঘটলে তিনি তৎক্ষণাত মারা যান এবং মৃতদেহ গাছে ঝুলে থাকে উক্ত দৃশ্য দেখে এলাকার লোকজন হতবিহব্বল হয়ে পড়ে।
তৎক্ষণাত এলাকাবাসী পল্লী বিদ্যুৎ অফিস ও থানায় খবর দিলে পল্লীবিদ্যুতের উদ্ধারকারীদল এসে মৃতদেহ গাছ থেকে নামিয়ে সংশ্লিষ্টদের হাতে তুলে দেন। জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের মেয়র ও নববাগঞ্জ থানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।