রংপুর বিভাগসারাদেশ
নাগেশ্বরীতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ও রামখানা ইউনিয়নের বিভিন্ন খাল ও বিলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারা মোতাবেক উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। মৎস্য বিভাগ সূত্রে জানা যায়,,মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে সোমবার (১৬ মে) অভিযান চালিয়ে ২২ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও ২ টি কারেন্ট জাল জব্দ এবং জালগুলো আগুনে পুড়িয়ে দেয়া হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: শাহাদৎ হোসেন ও নাগেশ্বরী থানা পুলিশ। কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান,, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারা মোতাবেক অপরাধ করায় জালগুলো জব্দ করে আগুনে ভস্মীভূত করা হয়েছে।